পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম, মেয়াদী ঋণের আবেদন করার পদ্ধতি –
সংখ্যালঘু উন্নয়নে সাথী পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে মেয়াদী ঋণের জন্য দরখাস্ত আহবান করছে | কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ( বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি ও সিক ) ভারতবর্ষের নাগরিক ও পশ্চিমবঙ্গে বসবাসকারী লোকেরা তাদের আর্থিক উন্নয়নের জন্য যেকোনো চালু বাণিজ্যিক উদ্যোগ এর ক্ষেত্রে ঋণের জন্য আবেদন করতে পারেন |
আবেদনকারীর যোগ্যতা –
- এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
- পারিবারিক বার্ষিক আয় গ্রামীণ এলাকার ক্ষেত্রে 98 হাজার টাকা এবং শহর এলাকার ক্ষেত্রে 1 লাখ 20 হাজার টাকার মধ্যে হতে হবে
- আবেদনকারী যে বছরের ঋণের জন্য আবেদন করছে সেই বছরের 1লা জানুয়ারি তার বয়স হতে হবে 18 থেকে 50 বছর
- 40 হাজার টাকার ঊর্ধে ঋণ নিলে একজন জামিনদার প্রয়োজন হয়
- 40001 টাকা থেকে 50000 টাকা পর্যন্ত ট্যাক্স প্রদানকারী অথবা বৃত্তিগত ভাবে শিক্ষিত তথা – ডাক্তার ইঞ্জিনিয়ার প্রভৃতি এবং 50000 টাকার ঊর্ধে কোন সরকারি / আধা সরকারি কর্মচারী / শিক্ষক / পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের কোন একজন ভালো ঋণ পরিশোধকারী | দুটি ক্ষেত্রেই বয়সসীমা 60 বছর
- ব্যবসা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে
- আবেদনকারী ইতিমধ্যে কোন ব্যাংক / আর্থিক সংস্থা থেকে লোন নিয়ে থাকলে বা লোন শোধ করতে ব্যর্থ হলে আবেদন গ্রহণ হবে না
- বার্ষিক 6% হারে সুদ সহ 3 & 5 বছরের মধ্যে ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে
- আবেদনকারীর নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে
আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় নথিপত্র –
1. ভোটার কার্ড, 2. ব্যাংক পাস বই এর প্রথম পাতা, 3. ব্যবসায়িক প্রমাণপত্র ( বিশেষ করে ট্রেড লাইসেন্স ) এর ফটোকপি / জেরক্স দিতে হবে |
আবেদন করার স্থান ও সময় –
বছরের যেকোনো সময়ে আবেদন করা যায় | নিম্নে উল্লেখিত স্থানে আবেদন পত্র পাওয়া যাবে এবং জমা দেওয়া যাবে –
গ্রাম অঞ্চলের জন্য – বিডিও অফিস
কলকাতা বাদে অন্য পৌর অঞ্চলের জন্য – এসডিও অফিস
কলকাতার জন্য – কলকাতা সংখ্যালঘু ভবন, জেলা সংখ্যালঘু বিষয়ক অফিস, (পঞ্চম তলা) 11/3 বীরেশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা – 700017
বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বৃদ্ধি কম অফিস ওয়েবসাইট ফলো করুন Click Here
বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউব ভিডিও দেখুন –
আবেদন পত্র ডাউনলোড করুন Click Here