পশ্চিমবঙ্গ সরকারের “জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ” এর তরফ থেকে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের প্রতিবছর কলারশিপ প্রদান করা হয়। ২০২০ – ২০২১ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কলারশিপ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবে ছাত্র-ছাত্রীদের সমস্ত পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো –

কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য – নবম শ্রেণী থেকে তদুর্ধ
২০২০ – ২০২১ শিক্ষাবর্ষে উপরোক্ত স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহবান করা হচ্ছে। কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন –
প্রতিবন্ধীর কলারশিপ আবেদনের শর্ত –
- যথাপোযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে।
- দরখাস্তকারীর পিতা-মাতা / অভিভাবকের যৌথ্য পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
- ছাত্র-ছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড আবেদনপত্রের সাথে উল্লেখ করতে হবে।
- পূর্বের শ্রেণীর চুড়ান্ত পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার পেতে হবে।
- রাজ্য / কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই শিক্ষাবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে দরখাস্ত করতে পারবে না।
- মিউজিক / ভোকেশনাল কোর্স এর ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসেশিপও এর অন্তর্ভুক্ত।
- যেকোনো কাজের দিন সংশ্লিষ্ট জেলার জনশিক্ষা প্রসার আধিকারিক এর কার্যালয়ে বা নিকটবর্তী বিডিও অফিস থেকে নির্ধারিত আবেদন পত্র বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
- এই বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে।
আবেদনপত্র ডাউনলোড করুন Click Here

Samajik Suraksha Yojana in WB | সামাজিক সুরক্ষা যোজনা কি? কি কি সুবিধা? আবেদন পদ্ধতি Click Here
আবেদনপত্রের সাথে কি কি নথিপত্র জমা দেবেন –
- বাসস্থানের প্রমাণ।
- পূর্বের শ্রেণীর চুড়ান্ত পরীক্ষার মার্কশিট এর জেরক্স।
- প্রতিবন্ধী সার্টিফিকেট এর জেরক্স।
- ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
- ইনকাম সার্টিফিকেট।
- স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট।
- আবেদনপত্রটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সই করতে হবে।
- এছাড়াও আবেদনপত্র সই করতে হবে [পঞ্চায়েত প্রধান / ভিডিও / লোকাল কাউন্সিলর / MP / MLA & গেজেটেড অফিসার ]
আবেদনপত্র জমা দেওয়ার স্থান –
আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র 12 ই নভেম্বর 2020 মধ্যে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।