2021-2022 অর্থবর্ষে বাজেটে, 5 ফেব্রুয়ারি 2021 তারিখে পশ্চিমবঙ্গর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 60 বছর উর্ধ্বে সমস্ত ব্যক্তি কে মাসিক এক হাজার টাকা করে পেনশন ভাতা দেওয়া হবে। এছাড়াও আরো বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তিনি উল্লেখ করেছেন।
60 বছরের উর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা কিভাবে পেনশন ভাতার জন্য আবেদন করবেন এবং 18 বছর ঊর্ধ্বে বিধবা ভাতার এবং অক্ষম ভাতার জন্য আবেদন করবেন বিস্তারিত জানুন।


আবেদনের শর্ত –
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীর বয়স 60 বছর পূর্ণ হতে হবে [ বৃদ্ধ ভাতার জন্য ]
- আবেদনকারীর বয়স 18 বছর উত্তীর্ণ হতে হবে [ বিধবা ভাতার জন্য ]
- আবেদনকারীর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকতে হবে [ অক্ষমতার জন্য ]
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানুন Click Here
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি –
- আধার কার্ডের জেরক্স
- রেশন কার্ডের জেরক্স
- ইনকাম সার্টিফিকেট
- ব্যাংক পাস বইয়ের জেরক্স
- ভোটার কার্ডের জেরক্স
- হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এর জেরক্স [ EPIC is optional for persons with disabilities (40% or above) and copy of disability ID card from appropriate authority should be uploaded.]
- স্বামীর মৃত্যুর প্রমাণপত্র
[ প্রতিটা জেরক্স নিজের সহি করতে হবে ]
আবেদনপত্র ডাউনলোড করুন Click Here
তপশিলি জাতি এবং তপশিলি জাতির 60 বছরের উর্ধ্বে ব্যক্তিরা পেনশন প্রকল্প আবেদন করার জন্য জয়বাংলা পেনশন স্কিম এর ফর্ম ডাউনলোড করুন Click Here
আবেদনপত্র সঠিকভাবে ফিলাপ করে এবং সঙ্গে সমস্ত ডকুমেন্ট জেরক্স একসাথে আপনার মিউনিসিপালিটি অফিস অথবা BDO অফিসে জমা দেবেন।