অসংগঠিত শ্রমিকদের উন্নতি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যেমন – a. ভবিষ্যনিধি প্রকল্প, b. স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, c. নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, d. পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প ও e.বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প |

এই প্রকল্প গুলি থেকে যে অনুদান দেওয়া হয় সেগুলির পরিমাণ এবং তা পাওয়ার মাপকাঠি এক একটি প্রকল্পের এক এক রকমের। অনুদানের ধরন গুলিও আবার সব প্রকল্পে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বশিক্ষিত শ্রমিকদের পক্ষে এটি অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ও অসুবিধার সৃষ্টি করে। তাই প্রকল্পগুলি শ্রমিকের কাছে সহজ ও বোধগম্য করে তোলার জন্য, এগুলিকে একত্র করে একটি মাত্র প্রকল্পে পরিণত করে, সকল শ্রমিকের সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে 01.04.2017 থেকে “সামাজিক সুরক্ষা যোজনা” 2017 পশ্চিমবঙ্গে চালু করা হলো।
সামাজিক সুরক্ষা যোজনা এ কি কি সুবিধা পাওয়া যায় সরকারের কাছ থেকে : Click Here
সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত উপভোক্তার আরো একটি বড় সুবিধা হলো প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। আগে 25 টাকা প্রতি মাসে জমা করতে হতো সরকার সেই ফান্ডে 30 টাকা জমা করতেন। বর্তমানে এই 25 টাকা জমা করতে হয় না ( ১লা এপ্রিল 2020, 25 টাকা সরকার দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ) সেই জন্য এই প্রকল্পের আরো একটি নাম দেওয়া হয়েছে “বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা”

শিক্ষা :- উপভোক্তার সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে- A. উপভোক্তার দুটি কন্যা সন্তান এর স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25 হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, B. এই সুবিধা কন্যাদের পড়াশুনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে |

শিক্ষা বৃত্তি পাওয়ার শর্ত –
- সর্বাধিক দুটি সন্তানের শিক্ষাবৃত্তি জন্য আবেদন করা যাবে জন্য
- সরকারি অথবা সরকারি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে
- সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত হওয়ার এক বছর পর আবেদন করা যাবে
- রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কোন শিক্ষাবৃত্তি পেলে আবেদন করা যাবে না
- মাধ্যমিক পাশের পর নতুন ক্লাসে ভর্তি হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে
আবেদনকারীর প্রয়োজনীয় নথি কি কি লাগবে –
আবেদনকারী তথা অভিভাবক / অভিভাবিকা
- ফর্ম নাম্বার V Download
- ভোটার কার্ড / আধার কার্ড জেরক্স
- ব্যাংক একাউন্টের জেরক্স
- সামাজিক সুরক্ষা বই / মুক্তি কার্ড জেরক্স [ সামাজিক মুক্তি কার্ড ডাউনলোড পদ্ধতি ]
আবেদনের সাথে ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় নথি
- বর্তমান যে ক্লাসে পড়ছে তার ভর্তির রশিদ জেরক্স
- শেষ যে ক্লাসে পড়েছে তার মার্কশিট জেরক্স
- স্কুল কলেজ স্কুল-কলেজে কোন স্কলারশিপ পাচ্ছেনা এই মর্মে একটি শংসাপত্র স্কুল কলেজের প্রধান এর কাছ থেকে
- আধার কার্ড / ভোটার কার্ড জেরক্স
আবেদন পদ্ধতি অনলাইন Click Here
অথবা, আপনার পঞ্চায়েতের SLO সাথে যোগাযোগ করে অফলাইনে ফর্ম -V ফিলাপ করে জমা দিতে পারেন
SSY Agent দের ফোন নাম্বার Click here
যেকোনো অতিরিক্ত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করুন – 1800 10309 009
Samajik Suraksha Yojana official website Click Here
Bina Mulye Samajik Suraksha Yojana official website Click Here