বৃহস্পতিবার [ 24.12.2020 ] জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণিরর পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা একই সময় চলবে। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক। দুপুর ২ টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা।
লেখা পরীক্ষা ১৫ জুন শুরু হলেও, প্র্যাকটিক্যাল পরীক্ষা তার আগেই শেষ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ১০ মার্চ থেকে শুরু হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ২০ এপ্রিলের মধ্যে তার ফল বোর্ডে জমা দিতে হবে স্কুলগুলিকে। শিক্ষা দফতর সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। ৩ জুলাই পর্যন্ত চলবে সেই পরীক্ষা।
Download official notification click here


দেখে নিন উচ্চমাধ্যমিকের রুটিন – Download HS 2021 New Routine PDF
১৫ জুন, ২০২১ (মঙ্গলবার) – বাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি
১৭ জুন, ২০২১ (বৃহস্পতিবার)– বাংলা (বি), ইংরাজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরাজি,
১৮ জুন, ২০২১ (শুক্রবার) # হেল্থ কেয়ার # অটো মোবাইল # অর্গানাইজ রিটেলিং # সিকিউরিটি # আইটি এবং আইটিইএস ভোকেশনাল সাবজেক্ট
১৯ জুন ২০২১ (শনিবার) বিসনেজ স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান
২১ জুন ২০২১ (সোমবার) অঙ্ক, অ্যাগ্রোনমি, ইতিহাস, নৃতত্ত্ব (অ্যানথ্রোপলজি), মনোবিদ্যা (সাইকোলজি)
২২ জুন ২০২১ (মঙ্গলবার) কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, # স্বাস্থ্য এবং শারীরিকবিদ্যা # সঙ্গীত, # ভিজুয়াল আর্ট
২৪ জুন ২০২১ (বৃহস্পতিবার) দর্শন, সমাজতত্ত্ব, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং
২৬ জুন, ২০২১ (শনিবার) পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি,
২৮ জুন, ২০২১ (সোমবার) রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফেঞ্চ
2 জুলাই, ২০২১ (বুধবার) রাশিবিজ্ঞান, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স

